সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আত্মনাশ

 আত্মনাশ 

বিষণ্ণ, ভারাক্রান্ত মন নিয়ে আমি হাটছি বিস্তীর্ণ জনপদে। সময়ের কোনো এক লুপে আটকে গেছি!

আজ আকাশ কালচে কেনো,সমস্ত আলোর মিলন কোথায়?

আজ বাতাস স্তব্ধ কেনো, কোথায় তার   অলৌকিকতা!

সমস্ত দিনের শেষে সন্ধা আসে,মুক্তির  স্বাদ নিয়ে জ্যোৎস্না হাঁসে!

আজ আমার জ্যোৎস্না কোথায়? আত্মনাশের বীভৎসতায় ভাসি, আর্তনাদের উল্লাসে  নাচি! 

আজ আমার স্বপ্ন কোথায়?  মৃতসৎকার হচ্ছে আমার!

বিদায়